Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা তথ্য অফিসারের কার্যালয় নাটোর  এর তথ্য বাতায়নে স্বাগতম, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছে, ক্লিক করে ভিজিট করুন । ধন্যবাদ  *****  

সর্বজনীন পেনশন স্ক্রিম সংক্রান্ত তথ্য আদান-প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং পেনশন স্কিমে গ্রাহকদের উৎসাহিত জন্য রেজিস্ট্রেশন লিংক নিচে দেওয়া হলো ।

রেজিস্ট্রেশন লিংক:  https://www.upension.gov.bd/

সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন পদ্ধতি : https://npa.gov.bd/site/page/ac71dff1-d88d-4451-a639-45d28f993ee7/%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A4%E0%A6%BF

দেশব্যাপি প্রতিভা অন্বেষন প্রতিযোগিতা নতুুন কুঁড়ি ২০২৫ আবেদন গ্রহণের শেষ তারিখ ০৫ সেপ্টেম্বর ২০২৫ । 

অনলাইন আবেদন ও ফরম লিংক :  

https://btv.portal.gov.bd/site/page/55f62ee4-7327-4a4e-8750-76a247423d1a

অনলাইন আবেদন লিংক: 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe9jUXz9f6ceCyczYxehrQ27xao6L4C5V7s9xsn-23ad7ECQQ/viewform?pli=1


ঘটনাপুঞ্জ

ব্রিটিশ ভারতে ১৯২৪ সালে জনগণকে স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে সচেতন করার লক্ষ্যে পাবলিক হেলথ্ ডিভিশনের অধীনে ডিষ্ট্রিক্ট পাবলিক রিলেশনস্ অফিস সৃষ্টি করা হয়। তৎকালীন তথ্য বিভাগের আওতায় পাবলিসিটি ডিপার্টমেন্ট নামে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে এ বিভাগের কার্যক্রম শুরু হয়। ১৯৪৭ সালে তথ্য ও বেতার মন্ত্রণালয়ের অধীনে ফিল্ড পাবলিসিটি এবং নিউজ ও ফিল্ম শাখা নিয়ে পাবলিক রিলেশনস্ ডাইরেক্টরেট গঠিত হয়। ১৯৬৮ সালে এর কর্মপরিধি বাড়িয়ে প্রত্যেক জেলায় একজন ডিষ্ট্রিক্ট পাবলিক রিলেশনস অফিসার ও প্রত্যেক মহকুমায় একজন সাবডিভিশনাল পাবলিক রিলেশন্স্ অফিসারের পদ সৃষ্টি করা হয়। স্বাধীনতাত্তোর বাংলাদেশের তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ পরিষদ, বিএনআর এবং মহিলা শাখাকে একত্রিত করে ১৯৭২ সালে গণযোগাযোগ অধিদপ্তর গঠন করা হয়। ৬৪টি জেলা তথ্য অফিস ও ০৪টি উপজেলা তথ্য অফিসের মাধ্যমে দেশের সকল অঞ্চলে গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রম বাস্তবায়িত হয়।


প্রতিষ্ঠালগ্ন থেকে জেলা ও উপজেলা তথ্য অফিসগুলো সরকারের গৃহীত নীতিমালা ও উন্নয়ন কর্মসূচির সাথে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন সভা, সেমিনার, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও সিনেমা প্রদর্শন করে আসছে। এক সময়ে গ্রামে-গঞ্জে বায়োস্কোপ একটি জনপ্রিয় গণমাধ্যম হিসেবে পরিচিত ছিল। এ অধিদপ্তরই সে সময় এ বায়েস্কোপ আয়োজন করতো এবং এর মাধ্যমে জনগণকে জন্মনিয়ন্ত্রণ ও স্যানিটেশন বিষয়ে তথ্য প্রদান করতো। বর্তমানে এ কাযক্রমের সাথে যোগ হয়েছে- ইউনিয়ন তথ্য ও সেবা কেন্ত্র পরিদর্শন ও তদারকি, নাটক, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রেসমিটিং, শিশুমেলা, উঠান বৈঠক, পথপ্রচার, পুস্তিকা বিতরণসহ সরকারের নানামূখি কাজ। সাহিত্য, সাংবাদিকতা ও সংগীত জগতের বরেণ্য ব্যক্তিবর্গ যেমন- তফাজ্জল হোসেন মানিক মিয়া, কবি জসীম উদ্দীন, শিল্পী আব্বাস উদ্দীন, আব্দুল আলীম, সোহরাব হোসেন, আবদুল লতিফ, বেদার উদ্দীন প্রমূখ এ বিভাগে বিভিন্ন সময়ে কাজ করেছেন।